জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ত্রিপুরায় হঠাৎ করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সারাদেশে একই অবস্থা। তাই, রাজ্য সরকার অন্য রাজ্য থেকে ত্রিপুরায় প্রবেশের জন্য করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক করেছে। আজ থেকে এই আদেশ কার্যকর হয়েছে। ত্রিপুরা সরকারের পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ বিভাগ শনিবার এক আদেশে বলেছে যে 9 জানুয়ারি থেকে এমবিবি বিমানবন্দর, রেলস্টেশন এবং চুরাইবাড়ি চেকগেট দিয়ে ত্রিপুরায় প্রবেশকারী সমস্ত যাত্রীদের জন্য করোনার নমুনা পরীক্ষা বাধ্যতামূলক হবে। এমনকি কোভিড নেগেটিভ রিপোর্ট থাকলেও টিকারের ডবল ডোজ সার্টিফিকেট, করোনার নমুনা পরীক্ষা করা উচিত। অধিদপ্তরের তরফে সমস্ত জেলা স্বাস্থ্য আধিকারিকদের কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে। এ আদেশ কঠোরভাবে মেনে চলার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। সব জেলা ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ সুপার, এমবিবি বিমানবন্দরের কর্মকর্তা, সব রেলস্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং চুরাইবাড়ী চেকগেটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের অতিরিক্ত সহায়তা দেওয়ার জন্য জানানো হয়েছে।