রাজ্যের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন সংস্থা সংঘটনের পাশাপাশি এগিয়ে এলো আরো ১টি সামাজিক সংস্থা। উল্লেখ বুধবার রাজধানীর মাস্টার পারাস্থিত ফ্রেন্ডশিপ প্লে সেন্টার এর উদ্যোগে সদর মহকুমা শাসককে পাশে নিয়ে রাজধানীর নেতাজি আদর্শ শিক্ষা মন্দির বিদ্যালয়ে এলাকার গরিব ও দুস্তদের মাঝে খাবার বিতরণ করেন ক্লাব কত্তিপক্ষরা। এদিনের কর্মসূচি থেকে এসডিএম জানান যারা এই দুঃসময়ে গরিব মানুষের অন্নদাতা হয়ে এগিয়ে আসছেন তাদের কাছে আহ্বান রাখেন আগামীদিনে তারা যেন এই ধরনের কর্মসূচি হাতে নেওয়ার আগে এসডিএম এর সাথে যোগাযোগ করে তাহলে প্রকৃত দুস্থদের হাতে তুলেদেবেন বলে জানান ।