জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বর্তমানে দেশ এবং রাজ্যে করোণা আক্রান্তের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। গত২৪ ঘন্টায় দেশে করোণা আক্রান্ত হয়েছেন এক লক্ষ ১৭৬৩৬ জন। ২০২১ সালের ৭ জুনের পর থেকে এই প্রথম দেশে করোণা আক্রান্তের সংখ্যা ১দিনে এক লক্ষ পার হলো। এদিকে গত ২৪ ঘন্টায় রাজ্যে ১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে একজনের। যার ফলে শনিবার থেকে রাজধানী আগরতলাসহ সারা রাজ্যে মাস্ক বিরুদ্ধে অভিযানে নামে প্রশাসন। শনিবার প্রথমে ডি সি এম আশিস বিশ্বাসের নেতৃত্বে মোটর স্ট্যান্ড এলাকায় মাস্ক বিরোধী অভিযান করা হয় এবং পরবর্তী সময় সদর এ এস ডি এম বিনয় ভূষণ দাসের নেতৃত্বে পোস্ট অফিস চৌমুনী এলাকায় মাস্ক বিরোধী অভিযান করা হয় সাথে ছিলেন ডি সি এম সদর অমিত কুমার দাস। এই অভিযানে মাক্স বিহীন জনগণের কাছ থেকে প্রশাসনের নির্দেশ মতো জরিমানা আদায় করা হয়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সদর মহকুমার অতিরিক্ত মহাকুমার শাসক বিনয় ভূষণ দাস জানান রাজ্য করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে এই অবস্থায় জনগণের ভিড় এড়িয়ে চলা একান্ত প্রয়োজন এবং স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান একান্ত প্রয়োজন, এইজন্যই প্রশাসন জনগণকে সচেতনতার জন্য মাস্ক বিরোধী অভিযানে নেমেছেন।যে সমস্ত জনগন মাস্ক বিহীন তাদের কাছ থেকে প্রথম ২০০ টাকা দ্বিতীয়বার ৪০০ টাকা তারপরেও যদি মাস্ক না পরে তার বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট্রেস মামলা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত মহকুমাশাসক।