Site icon janatar kalam

দানের মধ্যে মহৎ দান রক্তদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- পশ্চিম জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের কর্মীগনদের উদ্দ্যোগে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই রক্তদান অনুষ্ঠানটি হয় মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কার্যালয়ে। এদিনের রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল স্বাস্থ্য মিশন এর মিশন ডাইরেক্টর সিদ্ধার্থ শিব জাসওয়াল স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার শুভাশিস দেববর্মা এবং চিফ মেডিকেল অফিসার দেবাশীষ সাহা সহ বিশিষ্ট অতিথিরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ন্যাশনাল স্বাস্থ্য মিশন এর মিশন ডাইরেক্টর সিদ্ধার্থ শিব জৈশয়াল বলেন দানের মধ্যে মহৎ দান হল রক্তদান। এই রাজ্যে মানুষ নিজের জন্মদিন কিংবা অন্যান্য উৎসবে রক্তদানের মত কর্মসূচি পালন করে থাকেন, রাজ্যের মানুষের এই সচেতনতা খুবই প্রশংসনীয় কেননা দেশের অন্যান্য রাজ্যে দেখা গিয়েছে এই রক্ত নিয়ে কালোবাজারী চলে সেদিক দিয়ে আামাদের রাজ্য ত্রিপুরা অনেক সচেতন বলে অভিমত ব্যক্ত করেন, তাছাড়া ভবিষ্যৎ প্রজন্মকেও এই বিষয়ে সচেতন করে তোলার আহ্বান রাখেন। এদিনের অনুষ্ঠানে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষনীয়।

Exit mobile version