জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- যান সন্ত্রাসে প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে তার পরেও ট্রাফিক পুলিশ কোন ধরনের উদ্যোগ নিচ্ছেন না। বৃহস্পতিবার আগরতলার নন্দ নগর হরেকৃষ্ণ পাড়া এলাকায় মাটির গাড়ির চাপায় মৃত্যু হলো এক অজ্ঞাত ব্যক্তির। এই ঘটনায় এলাকার লোকজন মাটির গাড়ি ভাঙচুর করে ততক্ষণে গাড়ির চালক পালিয়ে যায়। সাথে সাথে ঘটনাস্থলে কুঞ্জবন থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় কিন্তু ততক্ষণে অজ্ঞাত ব্যক্তি গাড়ির নিচে মৃত অবস্থায় পড়ে রয়েছে। আগরতলার নন্দ নগর হরেকৃষ্ণ পাড়া এলাকায় প্রতিনিয়ত মাটির গাড়ির কারনে লোকজনের চলাফেরা করতে খুবই অসুবিধার মধ্যে পরতে হয় সেই ব্যাপারে প্রশাসনকে বারংবার জানানোর পরও কোন রকমের উদ্যোগ নেন নি যার কারণে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে। আগরতলা শহরের ট্রাফিক পুলিশের ছয়লাপ শুধুমাএ দুচাকার ও চার চাকার যান চালসন কটানোর জন্য কিন্তুু সেই আগরতলার নন্দনগর হরেকৃষ্ণ এলাকায় ট্রাফিক পুলিশ মোতায়েন করা হলে যান দুর্ঘটনা কিছুটা হলে কমানো যেতো। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে দমকলের আধিকারিক বলেন মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। আগরতলার নন্দনগর হরেকৃষ্ণ পাড়া এলাকার লোকজন চাইছে অতিদ্রুত এলাকায় ট্রাফিক এর ব্যবস্থা করার জন্য।