জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা বিশেষ করে এখানে উপস্থিত ফ্রেসার নবীন বিদ্যার্থী যারা, সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাই। রাজ্যের কয়েকটি প্রতিষ্ঠিত কলেজের মধ্যে একটি কলেজ স্বনামধন্য বিবি এমসি কলেজে যারা এখন পড়াশোনা করছেন তারা যেন কলেজের সন্মান কে বজায় রাখে এবং পড়াশোনার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা কে কাজে লাগানোর জন্য। বুধবার আগরতলার রবীন্দ্র শতবাষিক ভবনে বি বি এম সি কলেজের নবীন বরন উৎসবের আয়োজন করা হয়। এদিন উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, উচ্চশিক্ষা অধিকর্তা এন সি শর্মা, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্যী, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, বিশিষ্ট সমাজসেবক রুপম করসহ অন্যান্যরা। এদিনের নবীন বরণ উৎসব সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন বর্তমানে যেসব ছাত্রছাত্রীরা হলঘরে উপস্থিত আছেন তারা সবাই খুবই স্মার্ট এবং রাজ্যের শিক্ষামন্ত্রী যত টুকু পারেন তত টুকুই আরো নিজেকে আপডেট করতে চাইছেন তার পাশাপাশি তিনি আরো বলেন নবীনবরণ উৎসবে মঞ্চে মা সরস্বতী স্বামী বিবেকানন্দের ছবি লাগানো হয়েছে স্বামী বিবেকানন্দের আদর্শ ছাত্র ছাত্রীদেরকে এগিয়ে চলার আহ্বান রাখেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।