জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বি জে পি বিধায়ক আশীষ দাস বিধানসভার সদস্য হিসেবে অনুপযুক্ত ঘোষণা অধ্যক্ষ রতন চক্রবর্তীর। আর কোনধরনের সুযোগ সুবিধা মিলবে না আশীষ দাসের বলে জানান বিধান সভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। বুধবার আগরতলার অধ্যক্ষের হল ঘড়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বিধান সভার অধ্যক্ষ রতন চক্রবর্তী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বিধায়ক আষিশ দাস উনি বে জে পি দলে থেকে দল বিরোধী কাজ বিগত কয়েক মাষ যাবত করে আসছেন তাই উনার বিধায়ক পদ খারিজ করেছেন বলে জানান।