জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে রাজ্যে এসে রাজ্যবাসী দীর্ঘদিনের স্বপ্ন পূরন এবং ওনার প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যকে এয়ার কানেক্টিভিটির সাথে যুক্ত করে নবনির্মিত মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনাল ভবনের উদ্বোধন করেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন আমি লাল কিলা থেকে বলেছিলাম যে এখন আমাদের প্রত্যেক সুবিধাভোগী পর্যন্ত নিজেদেরকেই পৌঁছুতে হবে। গ্রাম ও গরিবের জন্য সমর্পিত বিভিন্ন প্রকল্পকে জন জন পর্যন্ত পৌঁছে দিতে ত্রিপুরা ইতিমধ্যেই দেশের অগ্রনী রাজ্যগুলির মধ্যে একটি। গ্রাম সমৃদ্ধি যোজনা ত্রিপুরার এই রেকর্ডকে আরও উন্নত করে তুলবে বলে আশা ব্যাক্ত করেন এবং “ত্রিপুরায় অর্গানিক ফার্মিং-এর ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে, যা দেশের বিভিন্ন বাজারে মার্কেট তৈরি করছে। বর্তমানে রাজ্যের কৃষকদের উৎপাদিত ফসল কিষান ট্রেন এর মাধ্যমে কম খরচায় দেশের বিভিন্ন বাজারে পৌঁছে যাচ্ছে” বলে জানান প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদায় নেবার পূর্বে “আজ ত্রিপুরায় এসে আমি আপনাদের সকলের ভালোবাসা পেয়ে সত্যিই খুব অভিভূত। আর এই ভালোবাসার পরিবর্তে দ্বিগুন বিকাশ ফেরত দেবো আমি আপনাদের” বলে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভালবাসা ছড়িয়ে দেন তিনি।