জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ Narsingarh হাসপাতাল স্থিত *IVH BOYS / IVH GIRLS /STATE FOUNDLING HOME* এ উদ্বোধন হয় পশ্চিম ত্রিপুরা জেলার ১৫-১৮ বছরের ভ্যাকসিনেশন প্রদান এর আনুষ্ঠানিক উদ্বোধন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর , ত্রিপুরা সরকার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা , জেলা ইমিউনাইযেশন আধিকারিক সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সি এম ও দেবাশিষ সাহা জানান আজ থেকে শুরু হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত সমস্ত বিদ্যালয়ের 15 থেকে 18 বছরের ছাত্রছাত্রীদের মধ্যে টিকাকরণ অনুষ্ঠান এবং এই কর্মসূচি আগামী 10 জানুয়ারি মধ্যে 100% সম্পন্ন করা হবে বলে আশা ব্যক্ত করেন। তাছাড়া এই কর্মসূচিকে কেন্দ্র করে বৈদ্যুতিন সংবাদমাধ্যমের দ্বারা জনগণকে বুঝানো ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের এ বিষয়ে অবগত করা হয়েছে তাদের বিশ্বাস বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এ কর্মসূচিতে তাদের সহযোগিতা প্রদান করবেন বলে।