Site icon janatar kalam

রাজ্যে প্রধানমন্ত্রী সফরকে ঘিরে জরুরী বৈঠক তথ্য সংস্কৃতি দপ্তরে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরে দপ্তরের আধিকারিকদের একটি বৈঠক করা হয়, এদিনের বৈঠকে জানানো হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী 4 জানুয়ারী এমবিবি আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করতে ত্রিপুরা সফরে আসছেন৷ আইসিএ ডিরেক্টর রতন বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়সূচী জানিয়েছেন। তথ্য অনুযায়ী, 13.25 মিনিটে ফ্লাইটটি এমবিবি বিমানবন্দরে অবতরণ করবে এবং প্রধানমন্ত্রী নবনির্মিত এমবিবি আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন ও উদ্বোধন করবেন। দুপুর 13.50 মিনিটে তিনি বিবেকানন্দ ময়দানের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে তিনি সমাবেশে যোগ দেবেন এবং 3টি নতুন প্রকল্প প্রকাশ করবেন এবং কিছু সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করবেন। এরপর বিকাল 14.50 মিনিটে প্রধানমন্ত্রী এমবিবি বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। তাছাড়া তিনি মিডিয়াকে আরও জানান যে যারা সমাবেশে প্রবেশ করতে চান তাদের মাস্ক বাধ্যতামূলক, আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট সরকারি মিডিয়ার জন্য বাধ্যতামূলক। ক্যামেরা ব্যতীত যেকোনো ধরনের ইলেকট্রনিক আইটেম, সমাবেশে কোনো ড্রোন ক্যামেরার অনুমতি নেই, প্রতিটি মিডিয়ার ব্যক্তিকে অফিসিয়াল আই-কার্ড বহন করা জরুরি। তাছাড়া প্রধানমন্ত্রী নির্বাচনমুখী মণিপুর পরিদর্শন শেষে দিল্লিতে ফেরার পথে ত্রিপুরায় একটি সংক্ষিপ্ত সফর করবেন। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যাওয়ার কথা রয়েছে বলে জানান।

Exit mobile version