Site icon janatar kalam

বিরোধী দলে ভাঙ্গন অব্যাহত, কংগ্রেস সিপিআইএম ছেড়ে শাসক দলে যোগদান ২১ পরিবারের ১১১ জন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডঃ মানিক সাহা, এবং উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য। তাছাড়া এদিন বৈঠক শেষে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এ যোগদান সভায় ৮নং টাউন বড়দোয়ালী বিধানসভা এলাকা থেকে সিপিএম এবং কংগ্রেস দল ছেড়ে ২১ পরিবারের ১১১ জন ভোটার বিজেপিতে যোগদান করেন এদিন নবাগতদের বিজেপি প্রদেশ সভাপতি ড. মানিক সাহা এবং সহ-সভাপতি রাজিব ভট্টাচার্য ও মন্ত্রী প্রানজিৎ সিংহ রায় তাদেরকে দলের উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়। এদিন সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেন বীরজিৎ সিনহার আমলে তাসের ঘরের মতো ভাসছে কংগ্রেস। দলের একঝাক নেতৃত্ব ও যুব সম্প্রদায় গতকাল শুক্রবার দলের প্রাথমিক সদস্য পদ ত্যাগ করেছেন এবং আজ তারা নাম লিখেয়েছে শাসক দল বিজেপিতে। তাদের মধ্যে রয়েছে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক ও মুখপাত্র রাহুল সাহা , প্রদেশ কংগ্রেসের দুই সম্পাদক জয়দ্বীপ ভট্টাচার্য এবং সঞ্জীবুর রহমান সহ বড়দোয়ালী ব্লক কংগ্রেসের সভাপতি তপন সিনহা। এর আগেও বীরজিৎ সিনহা প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকাকালে দল ভেঙ্গেছে হুড়মুড়িয়ে ৪৫ শতাংশ থেকে এক লাফে দলের প্রাপ্ত ভোটের হার নেমে এসেছে ২১ শতাংশে । সম্প্রতি অনুষ্ঠিত আগরতলা পুর নিগম এবং অন্যান্য পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের ভোট নেমে এসেছে আগের তুলনায় অনেক নীচে শ্রী সিনহার বিরুদ্ধে বরাবর দলের কর্মী সমর্থকদের অভিযোগ যে তিনি নিজের গন্ডির লোকজনদের ছাড়া অন্য কাউকে মর্যাদা দেন না । তাই সমর্থকদের এভাবে দল ছাড়া বলে মত প্রকাশ করেন।

Exit mobile version