জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগামী ৪ঠা জানুয়ারী রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি। রাজ্যে এসে তিনি প্রথমে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন তার সাথে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য ও বিধায়ক গণ তারপর তিনি আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে এক জনসভায় যোগদান করবেন আর এই জনসভাকে কেন্দ্র করে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানকে ঢেলে সাজানো হচ্ছে সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছেন।শনিবার আগরতলার স্বামী বিবেকানন্দ মাঠে পরিদর্শনে গেলেন পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন নিশিদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয় জানেন জনসভায় ২০ থেকে২৫ হাজার লোকের সমাগম হবে, নিরাপত্তার বিষয় টি ও খতিয়ে দেখছেন সব ধরনের প্রস্তুতি এবং বৈঠক সেরে ফেলছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার আগেই ঐদিনের পরিদর্শনে পশ্চিম জেলার জেলাশাসক সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।