জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশন এর সভাপতি ডক্টর প্রদীপ ভৌমিক, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তিমির চক্রবর্তী, ডক্টর অজিত রঞ্জন চৌধুরী অয়ন বসু সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে ফাউন্ডেশন এর সভাপতি ডক্টর প্রদীপ ভৌমিক বলেন আগামী পয়লা জানুয়ারি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ১ নং প্রেক্ষাগৃহে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ এিপুরা প্রথমবারের মতো মহিলা স্বাস্থ্য সম্মেলন নামের একটি বিষয়ক সম্মেলন আয়োজন করা হবে। প্রত্যেকবারই হেপাটাইটিস ফাউণ্ডেশন অফ ত্রিপুরার একটি প্রতিপাদ্য বিষয় থাকে এবারের প্রতিপাদ্য বিষয় হলো আমার ত্রিপুরা সুস্থ ত্রিপুরা এই বিষয়কে সামনে রেখে আগামী বছর প্রতিনিয়ত কর্মসূচি চালিয়ে যাবেন। আগামী পয়লা জানুয়ারি হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা মহিলা স্বাস্থ্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী প্রতিমা ভৌমিক তাছাড়া উপস্থিত থাকবেন পদমশ্রী জিমন্যাস্ট দীপা কর্মকার সহ অন্যান্যরা। ঐদিনের সম্মেলনে বিশেষ করে মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে রাজ্যের এবং বহি রাজ্যের চিকিৎসকরা আলোচনা করবেন বলে সাংবাদিক সম্মেলনে জানান হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার সভাপতি ডক্টর প্রদীপ ভৌমিক।এই দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডক্টর প্রদীপ ভৌমিক অমিক্রণ নিয়ে বলতে গিয়ে তিনি বলেন আসলে অমিক্রণ কে আলাদাভাবে না ভেবে কোভিডের তৃতীয় ঢেউ হিসেবে দেখলে পরে এত বেশি ভয়ঙ্কর হবেনা। সার্বিকভাবে ভাইরাস ছোট তারা পরিবর্তন করে এখনো অমিক্রণ নিয়ে ধোঁয়াশা। সার্বিকভাবে কোভিড বিধি মেনে চলা, এবং আমাদের রাজ্যে অমিক্রণ পরীক্ষা করার কোন কেন্দ্র গড়ে ওঠেনি তাই অমিক্রণ কে আলাদা ভাবে না দেখে কবিরের তৃতীয় ঢেউহিসেবে দেখলে এবং জনগণ সচেতন থাকাটাই সবচেয়ে বেশি দরকার বলে জানান তিনি।