Site icon janatar kalam

করোনা মোকাবেলায় নিজেকে সামিল করলেন সোনামুড়ার বিশিষ্ট ব্যবসায়ী কেশব পাল

আবারও সামাজিক দ্বায়বদ্ধতা নিয়ে সমাজের কল্যানে এগিয়ে এলেন সোনামুড়ার বিশিষ্ট ব্যবসায়ী কেশব পাল। করোনা মোকাবেলায় লকডাউন শুরু হওয়ার পর থেকেই স্থানীয় ভবঘুরেদের দুবেলা খাবারের ব্যবস্থা করে আসছিলেন সোনামুড়ার সরোজিনী মার্কেট ও গেস্টহাউসের কর্ণধার তথা বিশিষ্ট ঠিকেদার কেশব পাল।এদিন সোনামুড়া বাজারের মাছ,মাংস ও সবজি বিক্রেতাদের হাতে তুলে দেন হ্যান্ড গ্লাপস, মাস্ক ও সাবান। তাছাড়া সোনামুড়া আরক্ষা কর্মীদের দিয়ে আসেন হেন্ড ওয়াশ ও হেন্ড গ্লাপস। তাছাড়া তিনি ইচ্ছা প্রকাশ করেন মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে কিছু অর্থ সাহায্য করার। তার এই কাজে সহায়তার জন্য এগিয়ে এসেছে রেডক্রস সোসাইটি সোনামুড়া শাখার স্বেচ্ছাসেবকরা।

Exit mobile version