Site icon janatar kalam

রাজ্যকে ইতিহাসের পাতায় নিয়ে আসতে চলেছে দেশের প্রধানমন্ত্রী.. প্রস্তুতিতে তথ্য সংস্কৃতি মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নতুন বছরেই উদ্বোধন হবে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের
টার্মিনাল ভবনের। আগামী ৪ জানুয়ারি সেই উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে থাকছেন দেশের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। দেশের প্রধানমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হবে নতুন টার্মিনাল ভবনের। এই উপলক্ষে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে হবে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিশাল ঐতিহাসিক জনসভা। প্রধানমন্ত্রীর জনসভাকে ঐতিহাসিক রূপ দিতে প্রাক প্রস্তুতি হিসেবে আজ বিকেলে স্বামী বিবেকানন্দ ময়দানে মঞ্চ নির্মাণ-সজ্জা সহ অন্যান্য আনুসঙ্গিক বিষয় সরেজমিনে খতিয়ে দেখেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, এদিন তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। আজকে বিবেকানন্দ ময়দান পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান টিংকু রায়, ত্রিপুরা খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য্য, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস॥

Exit mobile version