Site icon janatar kalam

রাজ্যের প্রতিটি জেলায় পালিত হবে ককবরক ভাষা দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- প্রত্যেক বছরের ন্যায় এ বছরও আগামী ১৯ জানুয়ারি ২০২২ সালে রাজ্য পালিত হবে ককবরক দিবস এই ককবরক দিবসে সামনে রেখে আজ আয়োজক কমিটির সদস্যদের নিয়ে রাজধানীর বীরচন্দ্র লাইব্রেরীতে এক মিটিং এর আয়োজন হয়। এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এদিন মন্ত্রী সংবাদমাধ্যমকে জানান করোনা বিধি মেনে ককবরক ভাষা দিবস এবছর রাজ্যের প্রত্যেকটি জেলায় পালন করা হবে, এবং মূল অনুষ্ঠানটি করা হবে রাজধানী আগরতলায় এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বর্ণাঢ্য র‍্যালী করা হবে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন এবং ককবরক ভাষা নিয়ে বক্তব্য রাখবেন। তাছাড়া এই ভাষাকে আরও কিভাবে উন্নয়নের শিখরে নিয়ে পৌছানো যায় সে বিষয়ে আলোকপাত করা হবে বলে জানানোর পাশাপাশি, দিনটিকে কেন্দ্র করে নাচ, গানসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন হাতে নেওয়া হয়েছে বলে জানান।

Exit mobile version