জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মহারাজা বিরবিক্রম কলেজে যারা শিক্ষা দেন তারা অন্তরিক এবং সবাই যেন সেই পড়াশোনায় মন যোগ দিয়ে পড়াশোনা করার জন্য। মহারাজা বীর বিক্রম কলেজে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ রাজ্যের বহু ছাএ ছাএী পড়াশোনা করে পৃথিবীর বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাই এই কলেজে যারা এখন পড়াশোনা করছেন তারা যেন কলেজের সন্মান কে রক্ষা করে পড়াশোনার মধ্যে দিয়ে। রাজ্যের সরকার শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে রাজ্যের বাইশটি ডিগ্রি কলেজের মধ্যে কুড়িটি ডিগ্রী কলেজ কে উন্নত স্তরে নিয়ে গেছেন।রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ পাশাপাশি তিনি আরো বলেন এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করেছেন এবং এই কলেজে যারা এখন নতুন এসেছেন তারা যেন মনোযোগ সহকারে পড়াশোনা করেন বলে বক্তব্য তুলে ধরেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। বুধবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মহারাজা বীর বিক্রম কিশোর কলেজের নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ কলেজের অধ্যক্ষা দীপান্বিতা ভট্টাচার্যী ক্রাইম ব্রাঞ্চ ডি এস পি অজয় কুমার দাস সহ অন্যান্যরা।