Site icon janatar kalam

স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শীত সামগ্রী ও বিদ্যালয় সামগ্রী বিতরণ পূর্বদোয়া সামাজিক সংস্থার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গরিব মানুষের সহযোগিতায় নান ধরণের সহযোগিতামূলক কর্মসূচি হাতে নিয়ে থাকেন পূর্বদোয়া সামাজিক সংস্থা। অন্য , বস্ত্র বিতরণ থেকে নানা ধরণের সহযোগিতা করে চলেছে এই সংস্থাটি। প্রত্যেক গরিব মানুষের সুখে দুঃখে পাশে স্তম্ভের মত দাঁড়ানো পূর্বদোয়া সামাজিক সংস্থা। মঙ্গলবার নিজেদের সামাজিক কর্মসূচির অঙ্গ হিসাবে পূর্বউদয় সামাজিক সংস্থার পক্ষ থেকে ITCT SCHOOL, DHANAMANI এবং ITCT SCHOOL, KALIKAPUR এর STUDENT দের মধ্যে শীতকালীন ,প্রয়োজনীয় কম্বল, স্কুল ব্যাগ, পেনসিল বক্স, মাস্ক ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বউদয় সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব মহোদয়া, শ্রী দাম গোবিন্দ দাস প্রভু এবং অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে স্কুলের কচিকাঁচাদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়।

Exit mobile version