Site icon janatar kalam

শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসকে তামাক মুক্ত করা হবে সিদ্ধান্ত সরকারের – পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ২১ শে জানুয়ারী রাজ্যের ৫০তম পূর্ণ রাজ্য স্থাপিত দিবসকে সামনে রেখে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসকে তামাক মুক্ত করা হবে বলে সরকারের সিদ্ধান্ত নিয়েছে। এই উপলক্ষ্যে পশ্চিম জেলার জেলা শাসক ও সমাহর্তার অফিসের সমস্ত বিভাগের ইন্চার্জ অফিসারদের নিয়ে একটি আলোচনার আয়োজন করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় অফিসের ভেতরে অফিসের কোন অফিসার কর্মী ও অতিথিরা কোন ধরনের তামাক জাত দ্রব্য গ্রহণ করবে না এবং সংগ্রহ করে রাখবে না। এখন অবধী জিরানীয়ার ব্লক ও হেজমারা ব্লক অফিস ও স্কুল ইন্সপেক্টর অফিস, সেন্ট্রাল মেডিসিন স্টোর এবং নরসিংগড় হাসপাতাল এই অর্থ বৎসর সরকারি নুতন নিয়ম মেনে তামাক মুক্ত হিসেবে ঘোষিত হয়েছে। এর সঙ্গে এখন ৭৩টি বিদ্যালয় তামাক মুক্ত হিসেবে এই বছরেই ঘোষিত হয়েছে। সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন।

Exit mobile version