জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- পোস্ট অফিস চৌমুহনী এলাকায় ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে ট্রান্সফরমারে আগুন লাগে। তবে সেইরকম ক্ষয়ক্ষতি না হলেও আশেপাশের দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন আগুন নেভানোর জন্য দমকলের কর্মীরা এসে তাদের কাজ ঠিকঠাক মত করল কিন্তু আশেপাশে দোকানদাররা দমকলের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানান আর সেই অভিযোগের সত্যতা প্রমান দিলেন দমকলের কর্মী তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয় বলেন, দমকল বিভাগ প্রতিনিয়ত প্রস্তুত থাকেন তাই তারা বড় বড় অগ্নিকান্ডের ক্ষেত্রে ও সাফল্য পায় বলে জানান।