Site icon janatar kalam

প্রদ্যুৎকে মানিকের কটাক্ষ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জনশিক্ষা আন্দোলন ধ্বংস করার ইন্দন যে বাড়ি থেকে শুরু হয়েছিল, সেই বাড়ির সন্তান এখন এডিসি প্রশাসন চালাচ্ছে। জাতি ও উপজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য ললিপপ দেখিয়েছিল গ্রেটার তিপরা ল্যান্ড এর। এডিসি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসার 90 দিনের মধ্যে গ্রেটার তিপরা ল্যান্ড করে দেখিয়ে দেবে, এখন কোথায় গেল তার হম্বিতম্বি, এখন আবার নতুন করে সুর তুলছে দলমত নির্বিশেষে সকলে একজোট হয়ে এই দাবিতে ঝাঁপিয়ে পড়ার জন্য, কেন, এই দাবিতো একসময় দশরথ দেববর্মারা তুলেছিল, রাজার সন্তান এখন আর কোন পথ খুঁজে পাচ্ছে না, এইসব করে গত কয়েক মাসে এডিসির উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে,যেখানে শিক্ষা স্বাস্থ্য পানীয় জল কর্মসংস্থান রাস্তাঘাট সবকিছু ভঙ্গুর হয়ে গিয়েছে, খাদ্য ও কাজের জন্য এডিসি এলাকার মানুষ হাহাকার করছে, সোমবার 77 তম জনশিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা চক্রে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ঠিক এই ভাষাতেই নাম না করে প্রদ্যুৎ কিশোর দেব বর্মনকে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার।

Exit mobile version