Site icon janatar kalam

টেকনো কলেজের বহুমুখী কর্ম উদ্যোগ এবং ক্রমাগত বিকাশের প্রশংসায় মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুরু হল আগরতলা টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর চারদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া সপ্তাহ। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মাননীয় ক্রীড়া মন্ত্রী তথা অনুষ্ঠানের প্রধান অতিথি সুশান্ত চৌধুরী। এদিন অনুষ্ঠানের শুরুতে কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর দিবাকর দেব সমগ্র কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি কে বরণ করেন। কলেজের ছাত্রছাত্রী বৃন্দ কুচকাওয়াজ ও মশাল প্রজ্জ্বলন এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী মহাশয় টেকনো কলেজের এই উদ্যোগ কে কুর্নিশ জানিয়েছেন। পাশাপাশি তিনি ছাত্র – ছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলায় ও মনোনিবেশ করতে বলেছেন। এদিন মাননীয় ক্রীড়ামন্ত্রী ছাত্র – ছাত্রীদেরকে নেশামুক্ত তথা সুস্থ জীবনযাপন করা এবং দায়িত্ববান নাগরিক হতে আহ্বান জানিয়েছেন । প্রসঙ্গত তিনি রবীন্দ্রভবনে আয়োজিত টেকনো কলেজের ডিপ্লোমা কোর্স উদ্বোধনী অনুষ্ঠানের স্মৃতিচারণা করে টেকনো কলেজের বহুমুখী কর্ম উদ্যোগ এবং ক্রমাগত বিকাশের প্রশংসা করেছেন। সুস্বাস্থ্য ও সুস্থ মন অত্যন্ত আবশ্যক। এ কথা মাথায় রেখে টেকনো কলেজ বার্ষিক ক্রীড়া সপ্তাহ ঊর্যা অনুষ্ঠিত করে থাকে। যোগা , ক্রিকেট ও ভলিবল সহ মোট ১৩ টি খেলা এবছর প্রতিযোগিতার অন্তর্ভুক্ত করা হয়েছে । অনুষ্ঠানের শেষ দিন তথা ৩০ শে ডিসেম্বর এর শেষভাগে থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট ক্রীড়াবিদ গনকে সংবর্ধিত করা হয় ।

Exit mobile version