Site icon janatar kalam

পরপুরুষের প্রেমে আত্মঘাতি গৃহবধূ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বামুটিয়া এলাকায় স্বামী সন্তান থাকার পরেও অপর এক যুবকের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় মল্লিকা বিল নামে এক গৃহবধূর। অপর যুবকের সাথে প্রেমে আসক্ত হয়ে আকাশ বিল নামক ওই যুবকের সঙ্গে পালিয়ে যায় গৃহবধুটি। দুইদিন পর গৃহবধূর স্বামী আগরতলা রাধানগর এলাকা থেকে ওই যুবকসহ গৃহবধূকে ধরে ফেলে তার স্বামী। পড়ে গৃহবধূর স্বামী অমল বিল গৃহবধূ মল্লিকা বিলকে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু গৃহবধূটি তা মেনে নিতে না পাড়ায় বাড়িতে এসে বিষ পান করে গুরুতর অসুস্থ হন। ঘটনার খবর পেয়ে তার স্বামী তাকে সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে নিয়ে আসার পর কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই গৃহবধূ। পরে ময়না তদন্তের পর মৃত দেহটি তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। এদিন সংবাদমাধ্যমকে মৃতা গৃহবধুর স্বামী অমল বিল জানান ওই যুবকটির বিরুদ্ধে থানায় মামলা করবেন, কেননা তিনি সবসময় কাজে ব্যাস্ত থাকেন এরই মাঝে তার স্ত্রীকে অভিযুক্ত আাকাশ বিল নামক ওই যুবক তার স্ত্রীকে ফুসলিয়ে তার কাছ থেকে কেড়ে নিয়ে তার সংসার ফাকা করে দিয়েছে বলে অভিযোগ করেন। এঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Exit mobile version