Site icon janatar kalam

কর্মসংস্থানের কথা নিয়ে মিথ্যাচার করছে বিজেপি- নবারূন দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- প্রায় 20 হাজার বেকার যুবক-যুবতীকে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত করেছে বিজেপি আইপিএফটি জোট সরকার। 2018 সালের মার্চ মাসে ক্ষমতায় এসে বিজেপি বামফ্রন্ট সরকারের সম্পন্ন করা নিয়োগ প্রক্রিয়া গুলি বাতিল করে দিয়ে বিশাল অংকের বেকার যুবক-যুবতীদের বঞ্চিত করেছে, শনিবার ছাত্র-যুবভবনে ডাকা এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, এদিন শ্রী দেব আরও অভিযোগ করে বলেন, বর্তমানে কর্মসংস্থানের কথা নিয়ে মিথ্যাচার করছে বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী, তিনি অস্বীকার করছেন দলের দেওয়া ভিশন ডকুমেন্টস এর কথা। তাছাড়া এদিন তিনি আরও বলেন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রায় সাড়ে চার হাজার শূন্য পদ বিলুপ্ত করে দিয়েছে, যেটা বামফ্রন্ট সরকারের 25 বছরেও হয়নি ,তথ্য তুলে ধরে বললেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুন দেব। এদিনের বৈঠকে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বেকারত্বের পরিসংখ্যানে জাতীয় গড় থেকে ত্রিপুরা রাজ্যের বেকারত্বের সংখ্যা অনেক বেশি, সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যানে রাজ্যে বর্তমানে বেকারত্বের হার 13 দশমিক 04 শতাংশ,যেখানে জাতীয় গড় 7 দশমিক 0 7 শতাংশ বলে অভিমত ব্যক্ত করেন। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক ও সংগঠনের সাধারণ সম্পাদক।

Exit mobile version