জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ রাজধানী আগরতলার মঠ চৌমুহনী সংলগ্ন স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মিশন স্কুলে “সেবা ও সহায়তা পরিষদ” এর ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী স্বেচ্ছায় রক্তদানকারীদের তাদের সেবামূলক মানসিকতা ও কাজের জন্য ধন্যবাদ জানিয়ে উৎসাহীত করেন। আজকের এই মহতী রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ রতন চক্রবর্তী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও গুরুজনেরা।