জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আজাদিকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে আাগামীকাল থেকে রাজ্যের আমবাসায় উদযাপিত হতে চলছে সাংস্কৃতিক ও আধুনিক সঙ্গীত সন্ধ্যা। এই উৎসব মূলত দেশের স্বাধীনতা সম্পর্কে নব প্রজন্মকে অবগত করার লক্ষেই আয়োজিত হচ্ছে। তাছাড়া এদিন রাজ্যের সাংসদ রেবতী কুমার ত্রিপুরা সংবাদ মাধ্যমকে জানান ৭৫ বছর ধরে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করে আসছি কিন্তু এবার দেশের যশস্বী প্রধানমন্ত্রী দিনগুলিকে একটু অন্যরকম ভাবে পালন করার ইচ্ছা প্রকাশ করেন তারই পরিপ্রেক্ষিতে আমরা এই দিনটিকে অন্য মাত্রা দেওয়ার চেষ্টা চালাচ্ছি বলে জানান। তাছাড়া এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জাতির শিল্পীদের সঙ্গীত ও নৃত্য পরিবেশন করার সুযোগ দেওয়া হয়েছে বলে মত প্রকাশ করার পাশাপাশি বহিঃরাজ্যের শিল্পী যেমন সালমান আলি, অন্বেষার মত শিল্পীরা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজেদের অনুষ্ঠানকে মাতিয়ে তুলবেন বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া এদিন তিনি আগামীকাল বড়দিন উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।