Site icon janatar kalam

৫০ পরবারের ২০০ ভোটার ভারতীয় জনতা পার্টিতে

জনতার কলম প্রতিনিধিঃ- আজ টাকারজলা মন্ডল কমিটির মাননীয় সভাপতি শ্রী নির্মল দেববর্মার বাসভবনে অনুষ্ঠিত হয় এক যোগদান সভা। উক্ত সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে পঞ্চাশ পরিবারের প্রায় দুইশ জন ভোটার ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়ে এই পার্টিতে সামিল হয়েছেন। আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদক মাননীয় কিশোর বর্মন, মাননীয় জেলা সভাপতি অঞ্জন পুরকায়স্থ, মন্ডল সভাপতি মাননীয় নির্মল দেববর্মা সহ জেলা ও মন্ডলের বিভিন্ন নেতৃত্ব।

Exit mobile version