জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা দ্বারা আয়োজিত ন্যাশনাল ইন্টিগ্রেশন এন্ড ইউথ লিডারশিপ ক্যাম্পের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন ভারতীয় ঐতিহ্য ও পরম্পরাকে সঙ্গে নিয়েই তরুণ প্রজন্মের সমৃদ্ধশালি আগামীর পথে অগ্রগমন অবশ্যক। সময়ের সঙ্গে সাজুয্য রেখে মাননীয় প্রধানমন্ত্রীর দুরদর্শীতায় দীর্ঘ বছর পর ছাত্রছাত্রীদের মাতৃভাষার প্রাধান্য সহ উপার্জন উপযোগী শিক্ষানীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। গতানুগতিকতার উর্দ্ধে উঠে, মেধা অনুসারে বিকাশের সুযোগ ও ত্রিপুরার প্রবাহমান কর্মকাণ্ড ও ভবিষ্যত সম্ভাবনা সম্পর্কে অবহিতকরণ দ্বারা নিশ্চিত ভবিষ্যতের পথ প্রদর্শন সম্ভব বলে মত প্রকাশ করেন তিনি। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।