জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-আজ জাতীয় ডেন্টিস্ট ডে এই ডেন্টিস্ট ডে উপলক্ষে প্রজ্ঞা ভবনে জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা সরকারের পক্ষ থেকে ২০ তম বার্ষিক ডেন্টাল সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যের বিশিষ্ট ডাক্তার ডাঃ মানিক সাহা, অফিস সেক্রেটারী জেকে সিনহা, ন্যাশনাল হেলথ মিশন এর অধিকর্তা সিদ্ধার্থ শিব জাসওয়াল সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন সঠিক ব্যক্তির হাতে চালিকাশক্তি বা পরিচালন ব্যবস্থা ন্যস্ত করতে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা অনুধাবন ও সম্যক বিবেচনামূলক যথার্থ নির্ণয় গ্রহণ অবশ্যক। এ ক্ষেত্রে চিকিৎসকদের মত পেশাদারিত্বমূলক দায়িত্বের সাথে যুক্ত ব্যক্তিদের সমাজে সম্মানজনক ভাবমূর্তিকে কাজে লাগিয়ে সমস্ত অংশের মানুষের মধ্যে ইতিবাচক কর্মকাণ্ড সম্পর্কে জনজাগ্ৰুপতামূলক ভূমিকা প্রত্যাশিত। পেশাগত দিক থেকে অত্যাবশ্যক না হলেও, সামাজিক ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে রাজ্যের প্রবাহমান ইতিবাচক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক। রূপরেখা বাস্তবায়ন ও স্বচ্ছতার সঙ্গে পরিষেবা প্রদানে একাধিক ক্ষেত্রে সরলিকরণ করা হয়েছে বলে জানান তিনি।