Site icon janatar kalam

বেসরকারি নিরাপত্তাকর্মীদের হেনস্তার শিকার রোগীর আত্মীয় পরিজন, চাঞ্চল্য হাসপাতাল চত্বরে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আবারো আই জি এম হাসপাতালে বেসরকারি নিরাপত্তা দ্বারা হাসপাতালে চিকিৎসারত থাকা রোগীর পরিবার হয়রানির শিকার হন। এমনকি রুগীর পরিবারের সাথে অশ্রাব্য ভাষায় গালিগালাজ জুতোপেটা পর্যন্ত করা হয়। খবর দেওয়া হয় পশ্চিম থানায়। ঘটনাস্থলে পশ্চিম থানার পুলিশ। এদিন সংবাদমাধ্যমকে রোগীর এক আত্মীয় জানান 5 থাকা সত্ত্বেও রোগীর সাথে দেখা করতে দেইনি হাসপাতালের কর্তব্যরত বেসরকারি নিরাপত্তা কর্মীরা। অভিযোগ প্রতিদিনে নিরাপত্তা কর্মীদের দ্বারা হেনস্তার শিকার হচ্ছেন হাসপাতালে রোগী দেখতে আসা রোগীর নিকট আত্মীয়রা তারপরেও সবকিছু জেনে বুঝে নীরব ভূমিকা পালন করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। দাবি উঠছে বেসরকারি নিরাপত্তাকর্মীদের এ ধরনের হিটলারি আচরণ বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া। আজকের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে হাসপাতাল চত্বরে।

Exit mobile version