তেলিয়ামুড়া প্রতিনিধি :- ফের বন্য দাঁতাল হাতির উন্মত্ত তান্ডবে ধ্বংসস্তূপ বসতঘর । ঘটনা তেলিয়ামুড়া বন-দপ্তরের অধীন চাকমাঘাট এলাকায় । ঘটনার বিবরণে জানা যায়, আজ বুধবার ভোর আনুমানিক ৪ টা নাগাদ তেলিয়ামুড়া বন-দপ্তরের অধীন চাকমাঘাটের গ্রামীণ এলাকায় একটি দাঁতাল বন্য হাতি গ্রামে ঢুকে সাধারণ মানুষের বাড়ি ঘরে হামলে পড়ে । বন্য হাতির উন্মত্ত তাণ্ডবে নিমেষের মধ্যেই ধ্বংসস্তূপ আকৃতির রূপ নেয় স্থানীয় একটি বাড়ির দু’টি বসত ঘর । আত্মরক্ষার তাগিদে শুরু হয় চিৎকার-চেঁচামেচি ও দৌড়ঝাঁপ । যদিও এই সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না তেলিয়ামুড়া বন-দপ্তরের কোন আধিকারিক সহ “ADS” টিম বাহিনী । পরবর্তীতে সকাল নাগাদ স্থানীয় গ্রামীণ এলাকার সকলের চেষ্টায় বন্য দাঁতাল হাতিটি লোকালয় ছেড়ে জঙ্গল মুখী হয় । বন্য দাঁতাল হাতিটির এই উন্মত্ত আক্রমণের ফলে যেন গ্রামের একটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে বসেছে । এখন মূলতঃ এটাই দেখার বিষয় যে সংবাদ পরিবেশনের পরেও তেলিয়ামুড়ার বন-দপ্তরের আধিকারিকেরা গ্রামীণ এলাকার বিপদগামী মানুষদের জীবন রক্ষা করতে ফের একবার কোন রকম আদৌও কার্যকরী ভূমিকা গ্রহণ করতে সচেষ্ট হয় কি না !!