Site icon janatar kalam

বিদ্যূতের ছোবলে মৃত্যু পঞ্চাশোর্ধ এক ব্যাক্তির

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- “ঘুম ভাঙলে সকাল
না ভাঙলে পরকাল”— ঘুম তো ভেঙেছিল ঠিকই, কিন্তু সকাল’টা আর সকাল রইলো না । হঠাৎ অপেক্ষায় পড়ে গেলো পরকালের । উল্লেখ্য, সাত সকালে বাড়ির পার্শ্ববর্তী খালি ধান জমিতে গরু চড়াতে গিয়ে ১১০০ ভোল্টের বিদ্যুতের তীব্রতর আকর্ষণে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্থানীয় পঞ্চাশোর্ধ বয়সী এক ব্যক্তির । জানা গেছে, মৃত ব্যক্তির নাম প্রদীপ বৈশ্য । বয়স ৫২ বছর । বাড়ি তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় । ঘটনার বিবরণে জানা যায়, আজ বুধবার সাত সকালে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের স্থানীয় বাসিন্দা পঞ্চাশোর্ধ প্রদীপ বৈশ্য প্রত্যেক দিনের মতোই বাড়ির পার্শ্ববর্তী স্থানীয় এলাকায় খালি ধান জমিতে নিজের গরু চরাতে নিয়ে আসে । কিন্তু আচমকা সেখানেই ঘটে যায় বড়োসরো বিপত্তি । গরু চড়াতে গিয়ে বাড়ি ফিরে আসার পথে জৈনক প্রদীপ বৈশ্য জমির মধ্যে ছিঁড়ে পড়ে থাকা ১১০০ ভোল্টের তীব্রতর বিদ্যুতের তারের সংস্পর্শে চোখের অলক্ষ্যে হঠাৎ চলে আসে । সঙ্গে সঙ্গেই ১১০০ ভোল্টের বিদ্যুতের তীব্রতর আকর্ষনে ঘটনাস্থলেই মৃত্যু হয় পঞ্চাশোর্ধ ব্যক্তি প্রদীপ বৈশ্যর । শুরু হয় ইলেকট্রিক খুঁটিতে বিদ্যুতের ঝলকানি । তৎসঙ্গে প্রদীপ বৈশ্যের হাতে আগুন ধরে যায় । জমির মধ্যে থাকা স্থানীয় অন্যান্যরা হঠাৎ লক্ষ্য করে খুঁটিতে বিদ্যুতের ঝলকানি ও প্রদীপ বৈশ্যের ছিটকে পড়ার শব্দ । নিমেষের মধ্যেই শুরু হয় দৌড়ঝাঁপ ও চিৎকার-চেঁচামেচি । সঙ্গে সঙ্গেই পার্শ্ববর্তী স্থানীয় আরো অন্যান্যরা বাড়িঘর থেকে দৌড়ে ছুটে আসে । পাশাপাশি খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের । খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি করে ঘটনাস্থল চাকমাঘাটে ছুটে যায় । কিন্তু ততক্ষণে আর শেষ রক্ষা হয় নি । দমকল বাহিনীর কর্মীরা জমি থেকে মৃত ব্যক্তি প্রদীপ বৈশ্যের মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে । বর্তমানে মৃত ব্যক্তির প্রদীপ বৈশ্যের মৃতদেহ রয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে । এইদিকে হাসপাতাল সূত্রে চিকিৎসক জানান ময়না তদন্তের পরেই এই ব্যক্তির মৃতদেহ তার পরিবারের আত্মীয়-স্বজনের হাতে তুলে দেওয়া হবে । তবে সাত সকালে চাকমাঘাটের স্থানীয় বাসিন্দা প্রদীপ বৈশ্যের আচমকা এই রকম মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে ।।

Exit mobile version