Site icon janatar kalam

আবারও চুরির ঘটনা উমাকান্ত ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আবারো চুরির ঘটনা সংঘটিত হলো রাজধানীর উমাকান্ত ইংরেজি মিডিয়াম স্কুলে। এই নিয়ে ৬ থেকে ৭ বার চুরি হয়েছে বলে জানা যায়। আজ প্রধান শিক্ষকের রোম থেকে কম্পিউটার এর সিপিও নিয়ে যায় চোরের দল। তাছারা এর আগে চুরির ঘটনায় স্কুলের অতি মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোরের দল, ঘটনার পরিপ্রেক্ষিতে জানা গেছে নিরাপত্তাহীনতায় রয়েছে এই উমাকান্ত ইংরেজি মিডিয়াম স্কুল।পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন কেননা এই স্কুলটি যে জায়গায় রয়েছে তার পাশ্ববর্তী এলাকায় মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীদের আবাশন রয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছরিয়েছে গোটা স্কুল চত্তরে।

Exit mobile version