জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিজেপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি, কৃষক মেহনতি শ্রমজীবি মানষেরা আরো সংঘ বদ্ধ হয়ে সংগ্রামে নানা দরকার তাহলে সরকারের নীতি পরিবর্তন করানো যাবে না হলে এই সরকারকে সরিয়ে দেবার কথা বলেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে। শুক্রবার আগরতলার মেলার মাঠ সি পি আই (এম) জেলা অফিসের সামনে থেকে সি আই টি ইউ র উদ্যোগে মিছিল করে বিভিন্ন দাবির ভিত্তিতে ১০ দফা দাবি সনদ নিয়ে শ্রমদপ্তরে ডেপুটেশন দেওয়া হয়।এই দিনের ডেপুটেশন এ উপস্তিত ছিলেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে, সি আই টি ইউ সা সাধারন সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সি আই টি ইউর রাজ্য সভাপতি মানিক দে সংবাদমাধ্যমের সামনে সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, চাল, ডাল এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য প্রতিদিন লাফিয়ে বাড়ছে। অপরদিকে মানুষের আয় কমছে। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সকলেই অভাব-অনটনে বিপন্ন হয়ে পড়েছে। শ্রমিক অংশের মানুষ দেশের সবচেয়ে বেশি আক্রান্ত শিকার। প্রতিদিন শ্রমিকরা কর্মহীন হচ্ছে। বর্তমানে রাজ্যে পঞ্চাশ হাজারের বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। চা শ্রমিকরা ৮০-৯০ টাকা মজুরি পাচ্ছে, আর এর বিরুদ্ধে হাইকোর্ট নির্দেশ দিলেও সেই নির্দেশ পালন করছে না সরকার। এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বহু অঙ্গনাওয়াড়ি কর্মী ছাঁটাই হয়েছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে অঙ্গনাওয়াড়ি কর্মীদের ছাঁটাই করা যাবে না, পুনর্বহাল করতে হবে। কিন্তু সরকার কারো কথাই শুনছে না। সারা দেশকে একটা কর্মহীন ভারত করতে চাইছে। তাই বলা হচ্ছে কৃষক আন্দোলন থেকে শিক্ষা নিয়ে দেশ রক্ষার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। এর জন্য কোন ঝান্ডার প্রয়োজন নেই বলে জানান তিনি। আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে দুদিন ধর্মঘট ডাকার সিদ্ধান্ত নিয়েছে শ্রমিক সংগঠনগুলি। সেই ধর্মঘট পালন করতে মানুষকে বাড়ি বাড়ি গিয়ে বুঝানোর দায়িত্ব নিতে হবে বলে কর্মী সমর্থকদের উদ্দেশে বললেন মানিক দে। এদিনের ডেপুটেশন দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।