Site icon janatar kalam

দেহত্যাগ করলেন সকলের পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব দাদা, শোকাহত রাজ্যের মুখ্যমন্ত্রীও

জনতার কলম প্রতিনিধি:- চলে গেলেন পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব দাদা। আজ সকাল ৯টা ৪২ মিনিটে তিনি সকলের মায়া মমতা মোহ ত্যাগ করে পরলোকে গমন করেছেন। উনার মৃত্যুতে শোকস্তব্ধ ভক্তগণ। এদিন ভক্তদের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অত্যন্ত শোকের সহিত শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন দেওঘরস্থিত সৎসঙ্গের প্রাণপুরুষ, আশ্রমের পরম পুজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদার পরমধামে গমনের খবরে আমি অত্যন্ত ব্যথিত। শোকাকুল হৃদয়ে আমার প্রার্থনা ঈশ্বরের রাতুল চরণে আশ্রয় গ্রহণ করে তিনি আমাদের আশীর্বাদ প্রদান করবেন বলে।

Exit mobile version