জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ মহান বিজয় দিবস। এ বছর দিনটিতে বাঙালি জাতি বিজয়ের ৫০ বছর পূর্ণ করছে। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব- মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম হানাদার মুক্ত বাংলাদেশ রাষ্ট্রের। ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লাখ মা-বোনের ত্যাগ আর তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাঁথা গণবীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি। তাই দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে রাজ্যেও দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করা হয়। আজ রাজধানীর লিচু বাগানস্থিত এলবার্ট এক্কা উদ্যানে ১৯৭১ সালের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাজ্যের পর্যটন ও কৃষিমন্ত্রী প্রনজিত সিংহ রায়। এদিন মন্ত্রী সংবাদমাধ্যমকে জানান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং নিজেদের প্রান ত্যাগ করে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। তাছাড়া ভারতীয় সেনারা সময়ে সময়ে দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাই ভারতীয় শহীদ সেনারা ও তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি বলে মন্তব্য করেন তিনি।