জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার আগরতলার গোর্খা বস্তি স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট অল এিপুরা ওটি টেকনোলজির পক্ষ থেকে দাবি নিয়ে ডেপুটেশনে মিলিত হন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সাথে। রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার প্রভূত উন্নতি করনের লক্ষ্যে রাজ্য সরকার যে চিন্তাভাবনা নিয়ে কাজ করছেন তাতে চিকিৎসা পরিযেবা জাতে আরো ভালো পরিযেবা দিতে পারে সেই দিকে লক্ষ রেখে কাজ করছে কিন্তুু রাজ্যের হাসপাতাল গুলিতে ওটি বিভাগে যারা কর্মরত রয়েছেন তাদের দিয়ে ওটি তে সঠিক ভাবে কাজ করতে পারছে না তাই ওটি বিভাগে প্রায় ৩২০ এর অধিক পাশ করা ছাএ ছাএীরা এখনো চাকুরি না পেয়ে নেতা, মন্ত্রিদের দারস্ত হয়েও কোন লাভ হচ্ছেন না। শেষ পর্যন্ত সোমবার অল এিপুরা ওটি টেকনোলজির পক্ষ থেকে দাবি সনদ নিয়ে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট তাদের দাবি পেশ করেন এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা ওটি টেকনোলজির সাধারণ সম্পাদিকা সংবাদ মাধ্যমকে জানান। রাজ্যের সাস্থ মন্ত্রী যাতে তাদের দাবিগুলো বিশেষভাবে নজর রাখেন তার আহ্বান রাখেন।