Site icon janatar kalam

মৎসচাষে ত্রিপুরা রাজ্য পেল প্রথম পুরস্কার- মেবার কুমার জমাতিয়া

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- এিপুরা রাজ্যকে মাছ চাষের জন্য ভারত সরকারের তরফ থেকে ১ম পুরস্কার দিয়েছে, ১১টা রাজ্যের মধ্যে এিপুরা রাজ্য প্রথম হয়েছে তাতে এিপুরাকে ১০ লাখ টাকা ও মানপএ সহ টফ্রি তোলে দিয়েছেন পয়লা নভেম্বর। তার জন্য রাজ্যের জনগন এবং জোট সরকারের বিশেষ ভুমিকা রয়েছে বলে জানান আাদিবাসী কল্যান ও মৎস্য মন্ত্রি মেবার কুমার জমাতিয়া। এই দিন আগরতলার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের সচিবসহ অন্যান অধিকারিকরা। এই দিন সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন রাজ্যকে আরো স্বয়ংভর করার জন্য রাজ্য সরকার আরোবেশি করে এই বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কাজ করছে, তার পাশাপাশি বেনিফিসিয়ারীদেরকে সাহায্য করতে সরকার দৃঢতারভাবে কাজ করছে। তিনি আরো বলেন ২০০০ ফিস চেক ডাম তৈরি করা হবে জাতে রাজ্যের মাছ চাষের খামতিগুলিকে পূরন করে রাজ্যেকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।

Exit mobile version