জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার ৭ রামনগর বিধানসভার অন্তর্গত ১৮ নং ওয়ার্ডের বিজেপির বিজয়ী প্রার্থী কাউন্সিলর অভিষেক দত্ত দায়িত্বভার গ্রহণ করলেন। এদিন উনাকে এলাকাবাসীসহ সমস্ত বুথের কার্যকর্তারা মিলে নিজেদের প্রিয় কাউন্সিলর কে সম্বর্ধনা জানান। এদিন উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত ও মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এদিন কাউন্সিলার অভিশেক দত্ত সংবাদমাধ্যমকে জানান যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে জনসাধারণের কাছে ভোট ভিক্ষা চেয়ে ছিলেন সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণে যা যা করণীয় সে দায়িত্ব গ্রহণ করবেন বলে। তাছাড়া এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত মহোদয় সহ এলাকার সমস্ত বুথের এলাকার সমস্ত বুথের বুথ সভাপতি ও কার্যকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।