Site icon janatar kalam

করোনা ভাইরাস প্রতিরোধে সাহায্যার্থে হাত বাড়ালেন সাংসদ প্রতিমা ভৌমিক

মহামারী করোনা ভাইরাস আতংকে যখন রাজ্যের মানুষের অবস্থা নাজেহাল, ঠিক তখনি মানুষের উদ্যেশে কিছুটা সস্তির বার্তা দিলো সাংসদ প্রতিমা ভৌমিক। উল্লেখ্য সাংসদের তত্ত্বাবধানে ৪টি জেলা রয়েছে সেই ৪টা জেলাতে মহকুমা শাসকের হাত দিয়ে সাংসদ উন্নয়ন তহবিল থেকে ৫০লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন। যথাক্রমে সদর ডিস্ট্রিক্ট ২৫লক্ষ , সাউথ ডিস্ট্রিক্ট ৫লক্ষ , গোমতী ডিস্ট্রিক্ট ৬লক্ষ , সিপাহীজলা ডিস্ট্রিক্ট ১৪লক্ষ , করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে নিজ কেন্দ্রের মানুষের রক্ষার জন্য এই অনুদান বলে জানিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক ।

Exit mobile version