Site icon janatar kalam

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিব্য কাশী ভব্য কাশী চিন্তাধারাকে সামনে রেখে ৫ নং বিধানসভার খয়ের পুর এলাকায় এক সাফাই অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দিব্য কাশি ভব্য কাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই চিন্তাধারাকে সামনে রেখে রবিবার আগরতলা ৫ নং বিধানসভার খয়ের পুর এলাকায় এক সাফাই অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়।উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী নবনির্বাচিত কাউন্সিলরও ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরাএই দিন বিধান সভার অধ্যক্ষ রতন চক্রবর্তী দিব্য কাশি ভব্য কাশি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন সারাদেশে আজকের এই দিনে এই কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেছেন এবং আগামীকাল সাধু-সন্ত দের নিয়ে বিশেষ অনুষ্ঠান করা হবে বলে জানান তিনি।

Exit mobile version