জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃক আয়োজিত সারারাজ্যে জাতীয় লোক আদালত বসে শনিবার । এদিন রাজ্যের বিভিন্ন আদালতে হয় এই লোক আদালত। এই লোক আদালতে বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তি করা হবে।মোট মামলা নিষ্পত্তি করা হবে২৫৩৮টি তার মধ্যে আদালতে বিচারাধীন মামলা রয়েছে৭০০ টি এবং ফ্রী ইরিগেশন মামলা রয়েছে বাকি গুলো। ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ করা হয়েছে তার মধ্যে ৩১টি মামলা নিষ্পত্তি করা হবে তাছাড়া ও পশ্চিম জেলায় ১২টি আদালতে এই সকল মামলা নিষ্পত্তি করা হবে বলে জানান আইনসেবা কর্তৃপক্ষ মেম্বার সেক্রেটারি এস. ভট্টাচার্য।