জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার রাজধানী আগরতলা প্রেসক্লাবে রাজ্যের নবনিযুক্ত মেয়র দীপক মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয় আগরতলা ক্লাব ফোরামের পক্ষ থেকে। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রনব সরকার, নিউজ ভ্যানগার্ড বৈদ্যুতিন মাধ্যম চ্যানেলের কর্নধার দেবাশীষ ভট্টাচার্যসহ ক্লাব ফোরামের অন্যান্য সদস্যরা।এদিন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রনব সরকার বক্তব্য রাখতে গিয়ে বলেন ক্ষুদ্র পরিসরের মধ্য দিয়ে ক্লাব ফোরাম শুরু করা হয়েছিল কিন্তু আজ রাজধানির প্রায় ১০০টির উপর ক্লাব এই ক্লাব ফোরামের আওতায় রয়েছে বলে জানান তাছাড়া ক্লাব ফোরাম পরিচালনায় দীপক মজুমদারের অবদান অপরিসীম বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া এদিন আগরতলা পুর নিগমের মেয়র বক্তব্য রাখতে গিয়ে ক্লাব ফোরাম এবং ফোরামের সকল সদস্যদের অসংখ্য ধন্যবাদ জানান তার পাশাপাশি আজকের পর থেকে তিনি আর ক্লাব ফোরামে সময় দিতে পারবেন না বলে ১৪ জনের নতুন কমিটি ঘোষণা করেন।