জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগামী ১৩ই ডিসেম্বর ভারতবর্ষের সাংস্কৃতিক নগরী কাশীতে বিশ্বনাথ মন্দিরের লোকার্পন করবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জী। তারই অঙ্গ হিসেবে দেশব্যাপী ভারতীয় জনতা পার্টির পক্ষ বিশেষ কিছু কর্মসূচী হাতে নেওয়া হয়, এই কর্মসূচীর অংশ হিসাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এক প্রভাতফেরীর আয়োজন করে তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টি ৮নং টাউন বড়দোয়ালী মন্ডল এর পক্ষ থেকে এক প্রভাতফেরী করা হয়, এ প্রভাতফেরিটি শুরু হয় রাজধানীর বটতলা থেকে এবং রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করেন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ডলের এক কার্যকর্তা জানান রাজ্যের মানুষ যেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন এই বাসনা নিয়েই দিব্য কাশি ভব্য কাশি থিম নিয়ে হর হর মহাদেবের জয়গান করছেন বলে জানান।