Site icon janatar kalam

দিব্য কাশির স্বপ্নপূরণ করলেন দেশের প্রধানমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয় এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি রাজ্য সম্পাদিকা অস্মিতা দেব এবং কাউন্সিলর অলক ভট্টাচার্য।এদিন প্রদেশ বিজেপি সম্পাদিকা অস্মিতা দেব বলেন দিব্য কাশীর স্বপ্ন পূরণ করলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রসঙ্গে 13ই ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদি কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্বোধন করবেন, এটি ভারতীয় জনতা পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি এই বিষয়ে কিছু কাজ গ্রহণ করেছে। আগামীকাল বিজেপি প্রভাত ফেরির আয়োজন করবে। 11 এবং 12 ডিসেম্বর বিজেপি স্বচ্ছতা অভিযানের আয়োজন করবে, 13 ডিসেম্বর মোমবাতি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Exit mobile version