Site icon janatar kalam

শহীদ হওয়া চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের আত্মার সদ্গতি কামনায় আর্ম ফোর্সেস এক্স সার্ভিসমেন্ট সোসাইটির মোমবাতি মিছিল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বৃহস্পতিবার সন্ধ্যায় আর্ম ফোর্সেস এক্স সার্ভিসমেন্ট সোসাইটির পক্ষ থেকে গতকাল হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হওয়া চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী এবং ১১জন এই দুর্ঘটনায় নিহত জওয়ানদের আত্মার সদ্গতি কামনা এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে আর্ম ফোর্সেস এক্স সার্ভিসমেন্ট সোসাইটির আজ রাজধানীর গোর্খাবস্তি এলাকায় পরিবার পরিজনদের এক মোমবাতি মিছিল বের করেন। এদিন সোসাইটির এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান ওনার মৃত্যুতে দেশের ব্যাপক ক্ষতি হয়েছে এবং বিগত কিছু বছরে তিনি দেশের স্বশত্র সেনাবাহিনীকে খুব মজবুত করেছেন বলে জানান এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে উনিসহ ওনার পরিবার পরিজন গভীর শোকাহত বলে মত প্রকাশ করেন তিনি।

Exit mobile version