জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বৃহস্পতিবার বিকেলে আগরতলায় সিপিআইএমের ডাকে এক পথসভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন দেশের সংখ্যালঘুরা আজ ভালো নেই। তারা বিপন্ন। গণতন্ত্রের ধর্মনিরপেক্ষতার কথা বলা হলেও তা মানা হচ্ছে না। ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এই সরকার কাজ করছে। আর তার চালিকাশক্তি হলেন আরএসএস। সংখ্যালঘু জনগণ এবং তাদের সাংবিধানিক অধিকার ও জীবন জীবিকার উপর প্রতিনিয়ত আক্রমণ আসছে। এই আক্রমণ বন্ধ করার দাবি নিয়ে দেশজুড়ে রাস্তায় নামার সিদ্ধান্ত নেয় সিপিআইএম পলিটব্যুরো। দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে রাজ্যেও রাস্তায় নামল সিপিআইএম দলের নেতাকর্মীরা। এদিনের পথসভায় দলের পলিটব্যুরো সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা মানিক সরকার ছাড়াও প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত, জেলা সম্পাদক রতন দাস, সুব্রত চক্রবর্তী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেশের সংখ্যালঘুদের বর্তমান অবস্থা তুলে ধরে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার কাজ করছে। যার ফলে সংখ্যালঘুরা এখন পরিকল্পিত আক্রমণের মুখে। এই জায়গায় নিশ্চুপ থাকা যায় না। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এরকম চলতে পারে না। দেশবাসীর মনে রাখা উচিত প্রত্যেকের প্রথম পরিচয় মানুষ, তারপর ভারতীয়। পরিবেশকে নষ্ট করার যে চক্রান্ত চলছে তাকে প্রতিরোধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে বলে অভিমত ব্যাক্ত করেন তিনি।