Site icon janatar kalam

গাঁজা বিরোধী অভিযানে বিশাল সাফল্য তেলিয়ামুড়া পুলিশের

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধিঃ- রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক এর নেতৃত্বে একই দিনে দুই দুইটি জায়গায় গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযান চালিয়ে বিশাল সাফল্য তেলিয়ামুড়া থানার পুলিশের। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার নেতৃত্বে বিশাল পুলিশ ও টি.এস.আর বাহিনী বৃহস্পতিবার তেলিয়ামুড়া থানা এলাকার নয়নপুরের নয়াবাড়ি , এবং লেম্বুছড়া এই দুই জায়গায় পুলিশ হানাদারি চালিয়ে প্রায় এগারো হাজার (১১,০০০) গাঁজা গাছ ধ্বংস করে। যার বাজার মূল্য প্রায় কুড়ি লাখ টাকা হবে বলে জানিয়েছেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া। তবে বৃহস্পতিবার গাঁজা বিরোধী অভিযানে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া ছাড়াও ছিলেন তেলিয়ামুড়া থানার ওসি নাড়ু গোপাল দেব, ইন্সপেক্টর শুভঙ্কর দেববর্মা, এস.আই প্রীতম দত্ত সহ বিশাল পুলিশ ও টি.এস.আর বাহিনী। পরে মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া জানান। গোটা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমা কে নেশা মুক্ত করার জন্য পুলিশের এমন উদ্যোগ। আগামী দিনেও এমন অভিযান জারি থাকবে।

Exit mobile version