জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বৃহস্পতিবার আগরতলা প্রজ্ঞা ভবনে ত্রিপুরা বিনিয়োগ শীর্ষ সম্মেলন 2021 অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শিল্প ও বাণিজ্যমন্ত্রী মনোজ কান্তি দেব TIDC চেয়ারম্যান টিংকু রায় সহ রাজ্যের এবং দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন ত্রিপুরায় শিল্প বান্ধব ও বিনিয়োগ উপযোগী পরিবেশ সুনিশ্চিতিকরণে, বিভিন্ন ক্ষেত্রে সরলিকরণ ও গুচ্ছ সুযোগ সম্প্রসারিত হয়েছে। সমস্ত স্তরের বিনিয়োগকারীদের শিল্প পরিকাঠামো ব্যাপ্তির অনুকূল পরিবেশ ও বাণিজ্যক নিরাপত্তা প্রদানে আন্তরিক রাজ্য সরকার। গতানুগতিক বাণিজ্য-র উর্দ্ধে উঠে রাজ্যের সঠিক শিল্পক্ষেত্র নির্বাচন দ্বারা ও ত্রিপুরার শিল্প সম্ভাবনাময় দিকগুলির ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে উদ্ভাবনী পন্থায় আধুনিক শিল্প বিকাশ সম্ভব। বর্তমানে সঠিক ব্যবস্থাপনায় কার্যসম্পাদনে দ্রুততার নিরিখে বেসরকারি ক্ষেত্রগুলির সঙ্গে পাল্লা দিয়ে অগ্রসর হচ্ছে সরকার বলে জানান তিনি।