Site icon janatar kalam

আগরতলা পুর নিগমের মেয়র, ডেপুটি মেয়র ও কাউন্সিলাররা উন্নত নাগরিক পরিষেবা সুনিশ্চিতিকরণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন এর এক নং হলঘরে নবনির্বাচিত পৌর নিগমের ৫১জন কে শপথ বাক্য পাঠ করালেন পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। এই দিনের শপথ বাক্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবক ডক্টর মানিক সাহা,আই এ এস কিরনগৃত্যে,পৌরনিগমের প্রাক্তন মেয়র প্রফুল্ল জিৎ সিনহা, সহ আরো অন্যান্য আধিকারিকরা,।এই দিন শপথ বাক্য পাঠ করার সময় সমস্ত নব নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা শপথ করেন জনগণের স্বার্থে কাজ করবেন এবং আইনের নিয়ম মেনে কাজ করবেন বলে শপথ করেন তারা। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আগরতলা পুর নিগমের নব নির্বাচিত সদস্য-সদস্যা, মেয়র, ডেপুটি মেয়র ও মেয়র ইন কাউন্সিলাররা জনগণের দ্বারা ন্যস্ত দায়িত্বের প্রতি যথার্থ সম্মাননা স্বরূপ উন্নত নাগরিক পরিষেবা সুনিশ্চিতিকরণে আগরতলা পুর নিগম অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। পরমুখাপেক্ষি থাকার প্রবণতার বসবর্তী হওয়ার বদলে নির্বাচিত সদস্যগনের অতন্ত্র প্রহরীর মত নিজ নিজ দায়িত্বে নাগরিক সমস্যার নির্মূলীকরণে নিরন্তর প্রয়াস, অত্যাধুনিক পরিষেবা ও স্মার্ট সিটি রূপে আগরতলাকে সাজিয়ে তুলার পথে গতি সঞ্চারিত করবে। অত্যাধুনিক নগর পরিষেবা ও সার্বিক বিকাশের ক্ষেত্রে আন্তরিক থাকবে রাজ্য সরকার বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

Exit mobile version